A little learning is a dangerous thing | ফরেক্স এ এসে দেকলাম এর বাস্তব প্রমান | Bangla Mail 21
A little learning is a dangerous thing . ফরেক্স এ এসে দেকলাম এর বাস্তব প্রমান
লেখক
![]() |
s.m. abu bakar |
A little learning is a dangerous thing . ফরেক্স এ এসে দেকলাম এর বাস্তব প্রমান । ফরেক্স এর মূল চরিত্র কি তাই জানেনা একটি ট্রেড সিগন্যাল দিয়ে বসে । যেমন গত শুক্রবার একজন তথাকথিত নামি-দামি treader বললেন eur/usd 1.20 এর দিকে যাচ্ছে ।কোন দিকে গেছে তা আমরা সবাই জানি। কিন্তু অনেকের যে লস হয়েছে তার কি হবে ? ফরেক্স এর এটাই বস্তবতা । এটা মেনেই আপনাকে ফরেক্স ব্যবসা করতে হবে । লাভ/লস আছেই। ফরেক্স এ কোন গুরু নাই।
আমার আপত্তি অন্য জায়গায় তা হল কেহ যদি ২-৪ সপ্তাহ ফরেক্স এ ভাল করে সে নিজেকে ফরেক্স গুরু ভাবতে শুরু করে । ফেসবুকে এড দেয় আমি ফান্ড মেনেছ করি। মাসে diposit দিগুণ করে দিব। আমি এমন ও একজনকে এড দিতে দেখেছি 100 ডলার দিয়ে সপ্তাহে 450 ডলার বানাব ।আমি তার কাছে জানতে চেয়েছিলাম ভাই এটা কি সম্বব সে আমাকে বলেছিল আপনি inbox এ আসেন ।এর মানে হয়ত সে আমাকে বলত ভাই আপনি চুপ থাকেন লাগে কিছু দিমু ।
আমি বিনীত ভাবে ঐ ভাইদেরকে অনুরুদ করব অন্যের fund পরিচালনার ফল ভাল হয় না কারন আপনি অতিরিক্ত মানসিক চাপে থাকবেন । আমি এমন ৩ জনের খবর জানি একজন বর্তমানে সিঙ্গাপুর আছে আরেক জন গ্রামের বাড়িতে আছে বাকি জন এর কোন খুঁজ নাই এরা সবাই একসময় ফরেক্স এ ভাল ব্যবসা করত শুধু অন্যের fund পরিচালনার ফল ।
এখন দেখি অনেকেই ভুয়া স্কিন সর্ট দেয় আজ ৫০০ ডলার/৭০০ডলার লাভ করেছে । আরে ভাই যে লোক একদিনে এত লাভ করতে পারে সে কেন অন্যের fund পরিচালনা করতে এড দিবে ।
তাই ফরেক্স এ নুতন যারা আছেন তাদেরকে বলব অন্য কে টাকা না দিয়ে নিজে করার চেষ্টা করুন । আরা যারা এড দেয় যে আপনাকে ফরেক্স শিখিয়ে দিবে ১৫দিন বা এক মাসে তারা আসলে ফরেক্স এর কিছুই জানেনা কারন ফরেক্স এত সহজ কোন ব্যপার না । আপনারা ফরেক্স শিখার জন্য online এর সহযোগিতা নিতে পারেন ।যেমন forex school bd বা earn money bd এই জাতীও youtube channel এ অনেক ভিডিও আছে যেখান থেকে আপনি বিনা পয়সায় ফরেক্স শিকতে পারবেন ।
আমি মনেকরি forex ব্যবসা বাংলাদেশ সরকার আগামি ২ বৎসর এর মধ্যে
বৈধ ভাবে করার পারমিশন দিবে কারন অনেকে ই এখন ভাল করতেছে । তাই যারা বুঝে বা না বুঝে ফরেক্স ব্যবসার ক্ষতি করার চেষ্টা করছেন তারা থামেন । আর না জা করার করছেন ।
আমার কথা গুলো অনেকেরই বিপক্ষে যাবে তাদেরকে বলব বুঝার চেষ্টা করুন ।
Thanks
Excellent exactly right bolesen.well said.
ReplyDeleteawesome stroy
ReplyDelete