Breaking News

ফরেক্স এর ইতিহাস | History of Forex

ফরেক্স এর ইতিহাস - History of Forexপৃথিবীতে সকল ছোট ও বড় ঘটনার পিছনে কিছু ইতিহাস থাকবেই। ফরেক্স আজ আয়ের অন্যতম এক উৎস। হাজারো মানুষের ভালোবাসার পেশায় পরিনত হয়েছে ফরেক্স। আসুন আমরা ফরেক্স এর কিছু ইতিহাস সংক্ষিপ্ত আকারে জেনে নি। 

উল্লেখ্য ঃ আমি অনলাইনে ঘেটে যা জেনেছি তা তুলে ধরলাম আমার ভাষায়।


দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তী সময় আন্তর্জাতিক ভাবে সকল দেশ ও মানুষের মাঝে ছিলো হতাশা ও অস্থিরতা। অস্থিতিশীল ছিলো গোটা অর্থনৈতিক ভিত্তি। যেহেতু আন্তর্জাতিক বানিজ্য তখন প্রচলিত ছিলো সেহেতু সেসময় এক দেশের মুদ্রার বিপরীতে অন্য দেশের মুদ্রা মান।  যেহেতু সকল দেশে অর্থনিতি ছিলো ভংগুর। এমন অবস্থায় সবাই চায় একে অন্যের উপর কতৃত্ব দেখাতে। সমস্যা টা বানিজ্যিক ভাবে যখন প্রকট হলো তখন এর সমাধানের জন্য কিছু মানুষ আগ্রহ প্রকাশ করলেন। তারই ধারাবাহিকতায় সমস্যা সমাধানের লক্ষ্যে ৪৪ টি দেশের প্রতিনিধিগণ যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অংগ রাজ্যের ব্রিটন উডস এক সম্মেলনে মিলিত হলেন। এই সম্মেলন বিফল হলো না বরং এই সম্মেলন ছিলো সফল।কার সকল দেশের প্রতিনিধিরা একটি সিদ্ধান্তে আসতে সক্ষম হয়। সেই সময় সকল প্রতিনিধিদের মধ্যে যে চুক্তিটি হয় তার নাম দেওয়া হয় "Bretton Woods Agreement"
এই চুক্তির কিছু সার সংক্ষেপ তুলে ধরা হলো।

1. ডলারের মান স্বর্নের সাথে নির্ধারন করার অনুমতি দেওয়া হয়।
2. অন্য দেশের কারেন্সির মান ডলারের সাথে নির্ধারিত হতে অনুমতি পায়। (pegging) নামে যার পরিচিতি রয়েছে।


এই চুক্তিটিতে বিভিন্ন দেশের অর্থনিতির মান ভালোর দিকে যেতে শুরু করে। অনেক দেশ ঘুরে দাঁড়ায়। তার পরেও অর্থনিতিকে আরো গতিশীল ও উন্নতি সাধন করার প্রয়োজন দেখা দিলে "Bretton Woods Agreement" এ কিছু কারেকশন বা পরিবর্তন করার প্রয়জনিয়তা অনুভুত হয়। তারই ধারাবাহিকতায় 1971 সালে এই চুক্তিকে পরিবর্তন করে নতুন ভাবে সব কিছু সাজানো হয়। যেখানে যুক্তরাষ্ট্র ও অন্যান্ন দেশের নিজ নিজ মুদ্রার মান মুক্ত বাজারে এক মুদ্রার বিপরীতে অন্য মুদ্রার চাহিদা এবং তা যোগানের ভিত্তিতে নির্ধারন করার অনুমতি দেওয়া হয়। এই ব্যাপারটা আসলে তৎকালিন সময়ের চাহিদা ছিলো। যা পরবর্তী কালে খুলে দিয়েছিলো অন্য দিগন্ত।

এর পরে 1990 সালের দিকে ইন্টানেটের আবিস্কার ছিলো নতুন অধ্যায়। এ অধ্যায় পৃথিবীকে নিয়ে যায় ভিন্ন জগতে। আসে অর্থনিতির ব্যাপক পরিবর্তন। সব কিছু হয়ে ওঠে আরো গতিশীল। ব্যাংক,বীমা,ব্যাবসা প্রতিষ্ঠান সহ সকল পর্যায়ে ইলেকট্রনিকস পদ্দতির দারুন ব্যাবহার হতে শুরু করে। এক্সেঞ্জ মার্কেটেও আসে পরিবর্তন। এর আগে ফরেক্স মার্কেট বা অর্থনৈতিক বাজারে বড় প্রতিষ্ঠান শুধুই বুজনেস করার সুযোগ পেতো।এবার যোগ হলো নতুন অধ্যায়। যেখানে ইন্টানেটের সুবাদে এই বিজনেস সাধারণ মানুষের কাছে চলে আসে এবং এর কারনে আজ সকল দেশের সকল মানুষ এই বিজনেস করতেছে।

আমি চেষ্টা করেছি আমার মত করে লিখতে। জানি কতটা বোঝাতে পেরেছি। সবার জন্য শুভ কামনা রইলো। ধন্যবাদNo comments

Thanks Bro